প্রযুক্তির দুনিয়ায় সময়ের সাথে সাথে উন্নত মানের চিপসেট এবং দ্রুতগতির র্যাম আবিষ্কৃত হতে থাকে। এপ্রিল মাসে Samsung তার LPDDR5X RAM সবার সামনে নিয়ে আসে যার গতি 10.7 জিবিপিএস পর্যন্ত। তার মানে এটি 10.7 জিবিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে সক্ষম। শুধু তাই নয় বরং মিডিয়াটেক ব্র্যান্ডের ডাইমেনসিটি 9400 চিপসেট শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে।
ডাইমেনসিটি 9400 হচ্ছে মিডিয়াটেক এর আসতে যাওয়া বেশ দ্রুতগতির এবং শক্তিশালী একটি চিপসেট। এদের সাথে স্যামসাংয়ের নতুন মেমরি একসাথে টেস্ট করে দেখা হয়েছে। তিন মাস ধরে এটির টেস্টের কার্যক্রম চলমান ছিল।
সবাই আশা করছে যে, ডাইমেনসিটি 9400 প্রথম চিপসেট হিসেবে অ্যাডভান্স লেভেলের র্যাম টেকনোলজি সাপোর্ট করবে। তবে নতুন চিপসেটের বাজারে আগমন হতে হতে আরো কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে।
samsung এর নতুন প্রযুক্তির র্যামের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি ২৫ পার্সেন্ট পাওয়ার এফিসিয়েন্সি প্রদান করবে আগের ভার্সনের তুলনায়। পাশাপাশি ২৫ শতাংশ পারফরম্যান্স বৃদ্ধি পাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সম্পর্কিত যেকোনো টাস্ক আরও সহজে সম্পাদন করা যাবে। যেমন ভয়েস টু টেক্সট জেনারেশন।
শুধু স্মার্টফোনই নয় বরং নতুন চিপসেট অটোমেটিক ইন্ড্রাস্ট্রি ও সেল্ফ ড্রাইভিং গাড়িতে ব্যবহার করা হবে। মিডিয়াটেক ব্র্যান্ডের কর্পোরেট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট JC Hsu তাদের নতুন বিস্ময়কর চিপসেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটির AI Functionality এবং মোবাইল পারফর্মন্যান্স সবাইকে মুগ্ধ করবে বলে তার বিশ্বাস।
এটির অফিসিয়াল লঞ্চ হওয়ার পর বাস্তবিক অর্থে পারফরম্যান্স এবং পাওয়ার এফিসিয়েন্সি কতটা তা বোঝা যাবে। তার আগ পর্যন্ত আগ্রহী কাস্টোমাররা অধীর আগ্রহে অপেক্ষা করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।