Advertisement
ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে বিপুল ভোটে জয়ের পথে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ। এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খানও।
ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত সাতটি ভোট কেন্দ্রের ১৬টি হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। অন্য অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক ভোটে এগিয়ে রয়েছেন শিবিরের দুই পদের প্রার্থী।
এখন একটি ভোটকেন্দ্রের দুইটি হলের ফলাফল বাকি রয়েছে।
ইতোমধ্যেই ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েচেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সক-সভাপতি প্রার্থী উমামা ফাতেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।