জুমবাংলা ডেস্ক : ডাকসু নির্বাচনের আচারণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিলসহ বড় অঙ্কের অর্থদণ্ডের পাশাপাশি বহিষ্কারের সাজাও দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ‘ডাকসু ও হল সংসদ বিধিমালা-২০২৫’ এই শাস্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে। সিন্ডিকেট সভায় নির্বাচনের আচরণবিধিও নির্ধারণ করা হয়েছে।
যা আছে ডাকসু নির্বাচনের আচরণ বিধিতে
* নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল ও বড় অঙ্কের অর্থদণ্ডের পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সাজাও রাখা হয়েছে।
* মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে না।
* যানবাহন ব্যবহার করে শোডাউন, মিছিল কিংবা কোনো ভোটারকে আনা-নেওয়া করা যাবে না। তবে রিকশা অথবা সাইকেল ব্যবহার করা যাবে।
* প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর থেকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচার চালানো যাবে। রাত ১০টার পর কোনো ধরনের প্রচারকার্যে মাইক ব্যবহার করা যাবে না।
* ভোটার/প্রার্থী ছাড়া অন্য কেউ কোনোভাবে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচার চালাতে পারবে না।
এক-দুই মাসের মধ্যে আমাদের মন্ত্রণালয়ে ১০ হাজার নিয়োগ হবে: উপদেষ্টা আসিফ
* সভা-সমাবেশ করার অনুমতি অন্তত ২৪ ঘণ্টা আগে নিতে হবে। একজন প্রার্থী বা তার গ্রুপের পক্ষে প্রতিটি হলে একটি এবং বিশ্ববিদ্যালয়ে তিনটি প্রজেকশন মিটিং করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।