স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের পর নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে ভারত। সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডাচদের তারা হারিয়েছে ৫৬ রানের ব্যবধানে।
সিডনিতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ডাচদের ইনিংস থামে ১২৩ রানে।
বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছিল ভারত। আর তাতে সহজ হয়ে গিয়েছে তাদের শেষ চারে ওঠার পথ। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সে পথে তারা আরও এক ধাপ এগিয়ে গেল। গ্রুপ ‘২’-এর বাকি তিন ম্যাচের দুটিতেই সহজ প্রতিপক্ষ পাচ্ছে রোহিতরা।
কোনো অঘটন না ঘটলে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে হারের কোনো আশঙ্কা নেই কোহলিদের। লড়াই হতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। তবে প্রোটিয়া বাধা টপকাতে না পারলেও, বাকি দুই ম্যাচ জিতলে তাদের সেমিফাইনালের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বাবর আজম বা টেম্বা বাভুমার দল।
এর আগে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের ক্রিকেটাররা। ব্যাট হাতে লোকেশ রাহুল ছাড়া এদিন সফল ছিলেন ক্রিজে নামা বাকি তিন ক্রিকেটারই। ফিফটির দেখা পেয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব।
রোহিত ৩৯ বলে ৫৩ রানের ইনিংস খেলে আউট হলেও অপরাজিত ছিলেন কোহলি ও সূর্যকুমার যাদব। কোহলি ৩ চার ও ২ ছক্কায় ৬২ রান করেন। আর সূর্যকুমার ৭ চার ও ২ ছক্কার মারে ২৫ বলে ৫১ রান করেন। ডাচদের পক্ষে একটি করে উইকেট তুলে নেন ফ্রেড ক্লাসেন ও পল মিকেরেন।
এরপর বল হাতে শুরু থেকেই ডাচদের চেপে ধরেন পেসার ভুবনেশ্বর কুমার ও স্পিনার অক্ষর প্যাটেল। ওপেনার বিক্রমাজিত সিংকে (১) বোল্ড করেন ভুবনেশ্বর ও ম্যাক্স ও’দাউদকে (১৬) বোল্ড করেন প্যাটেল। তৃতীয় উইকেট জুটিতে হাল ধরার চেষ্টা করেন বাস ডি লিড ও কোলিন অ্যাকারম্যান। লিডকে ফিরিয়ে দুজনের ২৭ রানের জুটি ভাঙেন প্যাটেল। ২৩ বলে ১৬ রান করে আউট হন লিড। এরপর অশ্বিন এসে ক্রিজে টিকে থাকার কোনো সুযোগই দেননি অ্যাকারম্যান ও টম কুপারকে।
অ্যাকারম্যান ২১ বলে ১৭ ও কুপার ১২ বলে ৯ রান করে আউট হন। আক্রমণে এসে লোগান ভ্যান বিক ও ক্লাসেনকে দ্রুত সাজঘরে ফেরান আর্শদীপ সিং। ১৫ বলে ২০ রান করা টিম প্রিঙ্গলকে ফেরান মোহাম্মদ শামি। শেষদিকে শারিজ আহমেদ ১১ বলে ১৬ ও পল মিকেরেন ৬ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন।
ভারতের হয়ে তিন ওভার বল করে দুই মেডেন দিয়ে ২ উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। এ ছাড়াও দুটি করে উইকেট শিকার করেন আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন।
গ্রুপ ‘২’ থেকে প্রথম দুই ম্যাচেই জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।