বিনোদন ডেস্ক : তার ভীষণ ভক্ত, ছোট থেকেই ওনারই গানের তালে কোমর দুলিয়ে নাচ শিখেছেন, একটিবার মঞ্চে কারিনার সঙ্গে একসঙ্গে নাচ করার ইচ্ছা প্রকাশ করে বসলেন বলিউডের নবাগতা অভিনেত্রী সাহের বাম্বা।
জি টিভির রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ নিজের প্রথম ছবি ‘পাল পাল দিল কে পাস’ প্রচারে হাজির হয়েছিলেন সানি দেওল পুত্র করণ দেওল ও নবাগত অভিনেত্রী সাহের বাম্বা। এসেছিলেন সানি দেওল নিজেও। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’এ প্রিয় তারকা কারিনাকে দেখে আপ্লুত হয়ে পড়েন সাহের। তিনি তাঁর সঙ্গে নাচ করার ইচ্ছা প্রকাশ করতেই রাজি হয়ে যান বিচারকের আসনে বসে থাকা কারিনা।
মঞ্চে উঠে কারিনার জনপ্রিয় ‘ফেভিকল সে’ গানে প্রিয় তারকার সঙ্গে কোমর দোলান সাহের। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে কারিনা সাহের সেই নাচের ভিডিও। কারিনার সঙ্গে মিলে সেলফিও তোলেন সাহের ও সানি দেওল পুত্র করণ।
প্রসঙ্গত, ‘পাল পাল দিল কে পাস’ ছবিটি সানি পুত্র করণ ও সাহেরের প্রথম ছবি। যেটি মুক্তি পাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।