জুমবাংলা ডেস্ক : ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ডাহুক পাখির খুনি শওকত ফকির এর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অপরাধীকে গ্রেফতারের জন্য জোর তৎপরতা চলছে, তবে তাকে এলাকায় দেখা যাচ্ছে না।
এলাকার সচেতন যুব সমাজের একাংশ, প্রকৃতি প্রেমী সচেতন মানুষ, বনবিভাগ, উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা একযোগে উক্ত অপরাধীকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার জন্য মাঠে নেমেছেন।
যশোর সামাজিক বন বিভাগের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম জানান, প্রকৃতি ও পরিবেশের শত্রুদের সঙ্গে কোনো আপোষ করা হবে না, ক্ষমা করা হবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাই।
অপরাধ উদঘাটন ও আইনের আওতায় আনার জন্য এ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন, ভারাক্রান্ত মন নিয়ে উদ্বিগ্ন সময়ে অপেক্ষা করেছেন, বনবিভাগের পক্ষ হতে সবাইকে ধন্যবাদ জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।