জুমবাংলা ডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় সংবাদ সংস্থা বাসসের মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের মইনুল হাসান সোহেল।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২ আজ রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এক বছর মেয়াদি এই কমিটির নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
সভাপতি পদে মোরসালিন নোমানী ৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমেদ খান পেয়েছেন ৫৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেলের ৪২২ ভোটের বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন পেয়েছেন ৩৮৩ ভোট।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হযেছেন দীপু সারেয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক কাওসার আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, আপ্যায়ন সম্পাদক নাইমুদ্দিন এবং কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছে মো. তানভীর আহমেদ।
কার্যনিবাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মনির মিল্লাত, ইসমাইল হোসেন রাসেল, মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ শেখ এবং আলী ইব্রাহিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।