জুমবাংলা ডেস্ক : মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) নিয়োগ নিয়ে প্রতরণার অভিযোগে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকালে ডিএমটিসিএল ভেরিফাই ফেসবুক পেজে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন অনলাইন ওয়েবসাইট/অ্যাপের মাধ্যমে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর নিয়োগ বিজ্ঞপ্তির নামে আবেদন ফরম ও টাকা জমাদানের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা: উপদেষ্টা আসিফ
‘ডিএমটিসিএলের সকল ধরণের নিয়োগ বিজ্ঞপ্তি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, ডিএমটিসিএলের নিজস্ব ওয়েবসাইট ও ভেরিফাইড ফেইসবুক পেইজ এ প্রকাশ করা হয়ে থাকে। উপর্যুক্ত মাধ্যমসমূহ ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্যাদি দ্বারা কেউ প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।’
প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।