জুমবাংলা ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ডিএমপির সিটিটিসিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ ও বড় ইউনিটের দায়িত্ব দেয়া হয়েছে তাদের। মঙ্গলবার (২৭ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন- অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদকে এডমিন বিভাগে, ইসরাইল হাওলাদারকে ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে, মাসুদ করিমকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, খন্দকার নজমুল হাসানকে ট্রাফিক ও হাসান মোহাম্মদ শওকত আলীকে লজিস্টিক বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিএমপিতে কর্মরত ৫১ পুলিশ কর্মকর্তাসহ নারায়ণগঞ্জের এক সি-সার্কেলের এএসপিকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। মোট ৫২ জনের মধ্যে ৩৮ জন অতিরিক্ত পুলিশ সুপার ও বাকি ১৪ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার।
জনস্বার্থে জারির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বদলি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।