Advertisement
পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের ইউনুসুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। এসময় উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএসই কর্তৃপক্ষ। সৌজন্য সাক্ষাতে পুঁজিবাজারের উন্নয়ন ও পুঁজিবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। এছাড়াও বাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে একযোগে কাজ করার ব্যাপারে উভয় এক্সচেঞ্জ একমত পোষণ করে।
এসময় ডিএসইর নব নির্বাচিত চেয়ারম্যানকে সিএসইর পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel