ডিএসইতে লেনদেন বাড়লেও, কমেছে সিএসইতে

জুমবাংলা ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়েছে। তবে কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন।

সোমবার (৩ জুন) পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ডিএসইতে সোমবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৫ দশমিক ৬৩ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৮ দশমিক ৩১ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক ১০ দশমিক ০৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৬ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪২ কোটি ৫ লাখ টাকা।

এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮১টি কোম্পানির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ। এ ছাড়া ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ই-জেনারেশন লিমিটেড, গোল্ডেন সন, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ছিল লেনদেনের শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ১৯ দশমিক ৩০ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১০ দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার দশমিক ৩৯ পয়েন্টে ও ৯ হাজার ২৩ দশমিক ৩ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ২ দশমিক ৩৫ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৭২ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ৭০ দশমিক ৪৭ পয়েন্টে ও ১১ হাজার ৫২৫ দশমিক ৪৮ পয়েন্টে।। তবে সিএসআই সূচক ১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮২ দশমিক ১৬ পয়েন্টে।

আবার সিএসইতে সোমবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৭৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৯ কোটি ১৮ লাখ টাকা।

সিএসইতে ২২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১২৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারদর।

বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, কমবে বৈদেশিক মুদ্রার সংকট