জুমবাংলা ডেস্ক: ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে চ্যানেল আইয়ের পান্থ রহমান ও সংবাদ সংস্থা ইউএনবি’র এ কে এম মঈনুদ্দিন।
আজ (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন এই কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।
২০২১ সালের জন্য ডিকাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পান্থ রহমান, যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস (বাংলাভিশন), দপ্তর সম্পাদক আরিফুজ্জামান মামুন (আমাদের সময়) এবং সদস্য আঙ্গুর নাহার মন্টি (নিউজটোয়েন্টিফোর), রাহীদ এজাজ (প্রথম আলো), নূরুল ইসলাম হাসিব (বাংলাদেশ পোস্ট), রাশেদ মেহেদী (সমকাল) ও এহসান জুয়েল (সময় টিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ডিকাব নির্বাচনে সহসভাপতি পদে মাহফুজ মিশু (যমুনা টিভি) রবিউল হককে (ডেইলি ইন্ডাস্ট্রি), সাধারণ সম্পাদক পদে এ কে এম মঈনুদ্দিন (ইউএনবি) মিজানুর রহমানকে (দৈনিক মানবজমিন) এবং কোষাধ্যক্ষ আতিকুর রহমান (জবাবদিহি) জেসমিন পাঁপড়িকে (জাগোনিউজ) পরাজিত করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শফিকুল করিম সাবু। নির্বাচন কমিশনার ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক নিজামউদ্দিন আহমেদ ও ডিকাবের সাবেক সভাপতি আনিস আলমগীর।
এর আগে ডিকাবের বিদায়ী কমিটির (২০২০) সভাপতি আঙ্গুর নাহার মন্টির সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন তৌহিদুর রহমান, কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন আতিকুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



