Advertisement
মাইক্রোপ্রসেসর এবং ডাটা স্টোরেজ সিস্টেমের উন্নতির কারণে ডিজিটাল ক্যামেরার যথেষ্ট বিকাশ ঘটেছে। শুধুমাত্র ২০১২ সালে ২.৫ মিলিয়নের বেশি মানুষ ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেছেন। ডিজিটাল ক্যামেরা ও ফিল্ম ক্যামেরার কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। আজ এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ডিজিটাল ক্যামেরার সুবিধা
- হাই কোয়ালিটির রেজুলেশন দেওয়া থাকে। ১২ থেকে ২০ মেগাপিক্সেলের লেন্স ইনস্টল করা থাকে।
- ফিল্ম ক্যামেরা থেকে এটির ওজন কম হয়।
- মেমোরি কার্ডের আকার ছোট এবং এর ফলে অল্প স্টোরেজ স্পেস প্রয়োজন হয়।
- মেমোরি কার্ডের আকার ছোট হলে অনেক ছবি ধারণ করা সম্ভব হয়।
- ডিজিটাল ক্যামেরার ছবি যখন খুশি তখন দেখতে পারবেন।
- খুব কম সময়ে কম্পিউটারের এডিটিং সফটওয়্যার এর মাধ্যমে ফটো এডিট করা সম্ভব হবে।
- শুধুমাত্র সেসব ফটো আপনি প্রিন্ট করতে পারবেন যা আপনার কাছে আকর্ষণে মনে হয়।
ডিজিটাল ক্যামেরার অসুবিধা
- ফিল্ম ক্যামেরার থেকে ডিজিটাল ক্যামেরার দাম বেশি হয়ে থাকে।
- ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা ছবি সম্পাদনা করার ক্ষেত্রে আপনার যথেষ্ট দক্ষতার প্রয়োজন হবে।
- ডিজিটাল ক্যামেরার মাধ্যমে স্পেসিফিক কোন কিছুকে ফোকাস করা বেশ চ্যালেঞ্জিং।
- ডিজিটাল ক্যামেরার তোলার ছবি হারিয়ে যেতে পারে বলে ব্যাকআপ এর প্রয়োজন রয়েছে।
ফিল্ম ক্যামেরার সুবিধা
- আপনি বেশ কম খরচে একটি ফিল্ম ক্যামেরা ক্রয় করতে পারবেন। কিন্তু ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে সেটা সম্ভব নয়।
- সাদা এবং কালো রঙের বৈচিত্রকে ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম ফিল্ম ক্যামেরা।
- ফোকাসিং এবং এক্সপোসার এর ক্ষেত্রে ফিল্ম ক্যামেরায় ত্রুটি কম হয়।
- ফিল্ম ফটোগ্রাফাররা শট নেওয়ার পূর্বে বেশ সাবধানতা অবলম্বনের সুযোগ পান।
ফিল্ম ক্যামেরার অসুবিধা
- ডিজিটাল ক্যামেরার তুলনায় এটি বেশ ভারী হয়ে থাকে।
- ফিল্ম সেভ করে রাখার ক্ষেত্রে এটি অনেক জায়গা দখল করে থাকে।
- তাছাড়া চলচ্চিত্র অধিগ্রহণ এবং ডেভলপমেন্টের বিষয় একটি চলমান প্রক্রিয়া।
- ফিল্মটি বিকাশ করার ক্ষেত্রে অগ্রণযোগ্য ছবি বাদ দেওয়া এবং পুনরায় নতুন ছবি তুলে সেখানে সংযুক্ত করার প্রয়োজন পড়ে।
- অধিকাংশ ক্ষেত্রে ফটোগ্রাফারকে ল্যাবের উপরে নির্ভর করতে হয়।
আপনি ক্যামেরা ক্রয় করার পূর্বে ফিল্ম ক্যামেরা এবং ডিজিটাল ক্যামেরার সুবিধা এবং অসুবিধা বিবেচনা করে নেবেন। প্রত্যেক ক্যামেরার ক্ষেত্রেই সুবিধ এবং অসুবিধা থাকে যেটা স্বাভাবিক। আপনার প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.