বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার মুভিলর্ডখ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রথমবারের মতো অভিনয় করছেন একটি ওয়েব সিরিজে। ৭ পর্বের ওই সিরিজের নাম ‘জিম্মি’। নির্মাণ করছেন মনতাজুর রহমান আকবর।
শনিবার (১ জানুয়ারি) সাভারে ডিপজলের বাড়িতে শুরু হয়েছে এর শুটিং। ‘জিম্মি’তে ভিন্ন লুকে দেখা যাবে ডিপজলকে। নিজের ফেসবুক পেজে তার লুক প্রকাশ করেছেন এ অভিনেতা।
ডিপজলের নতুন লুকে চোখ আটকে গেছে নেটিজেনদের। মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। সেলিম মিয়া নামের একজন লিখেছেন, ‘লুকিং ইয়াং’। তার নিচেরই মুহিবুল্লাহ লিখেছেন, ‘২০ বছরের যুবকের মতো লাগছে’। ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরও মন্তব্য করেছেন ডিপজলের ছবিতে। লিখেছেন, ‘মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে।’
ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে ডিপজল বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। এর বাইরে অন্যকিছু ভাবি না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। আমরাও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারি, তা দেখাতে চাই। এটি ওয়েব সিরিজ হলেও এতে দর্শক সিনেমার পুরো স্বাদ পাবেন।
একই প্রসঙ্গে নির্মাতা মনতাজুর রহমান আকবর বলেন, আমরা চাচ্ছি, যুগের সঙ্গে তাল মেলাতে। ওটিটি প্ল্যাটফর্মে শুধু ওয়েব সিরিজ নয়, সারা বিশ্বের সিনেমা মুক্তি দেওয়া হয়। আমরাও এর সঙ্গে শামিল হতে চাই। যে ওয়েব সিরিজটি নির্মাণ করছি, সেটি অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের।
‘জিম্মি’ সিরিজের গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ডিপজলের সঙ্গে এতে আরও অভিনয় করবেন শহিদুজ্জামান সেলিম, বড় দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।