ডিপফেক অডিও ক্লিপ শনাক্তে ম্যাকাফির চমক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিভিন্ন চ্যাটবটের মাধ্যমে ভুয়া ভিডিও তৈরি করেন অনেকে, যা ‘ডিপফেক’ ভিডিও নামে পরিচিত। শুধু ভিডিও নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিভিন্ন ব্যক্তির কণ্ঠের হুবহু অনুকরণ করে ভুয়া অডিও ক্লিপও তৈরি করেন তাঁরা। এসব অডিও ক্লিপের কারণে মিথ্যা তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনাও ঘটে। এ সমস্যা সমাধানে এবার ডিপফেক অডিও ক্লিপ শনাক্তের জন্য এআই টুল উন্মুক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি।

ডিপফেক অডিও ক্লিপ

ম্যাকাফির দাবি, এআই টুলটি যেকোনো ভিডিওতে থাকা অডিও বার্তা পর্যালোচনা করে সেটি আসল না নকল, তা কয়েক সেকেন্ডের মধ্যে শনাক্ত করতে পারে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ভুয়া অডিও বার্তা সহজে চেনার পাশাপাশি ক্রমবর্ধমান সাইবার হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। প্রাথমিকভাবে কোপাইলট প্লাস পিসিতে টুলটি ব্যবহার করা যাবে।

ম্যাকাফির তথ্যমতে, কৃত্রিমভাবে তৈরি অডিও শনাক্তের জন্য ডিপফেক ডিটেক্টর টুলটিকে কয়েক লাখ ছবির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অডিও ক্লিপের সত্যতা যাচাইয়ের পুরো প্রক্রিয়াটি সরাসরি ব্যবহারকারীদের যন্ত্রে করে থাকে ডিপফেক ডিটেক্টর টুলটি। ফলে ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা নষ্ট হয় না।

টুলটিতে ব্যবহারকারীদের অডিও কোনোভাবেই সংরক্ষণ করা হয় না। শুধু তা–ই নয়, নিজের প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় চালু বা বন্ধ করতে পারবেন ব্যবহারকারীরা। প্রাথমিকভাবে শুধু ইংরেজি ভাষার অডিওর সত্যতা যাচাই করতে পারে ডিপফেক ডিটেক্টর টুলটি।