জুমবাংলা ডেস্ক : রাজধানীর ধোলাইখাল থেকে আটকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে আনা হয়। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবস্থান করেন।
ডিএমপির ডিবি কার্যালয়ে অবস্থানকালে সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন বিএনপি নেতা গয়েশ্বর।
Advertisement
গয়েশ্বর চন্দ্র রায় এবং ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ একসঙ্গে মাছ, মাংস, বিরিয়ানি ও বিভিন্ন প্রকারের ফল দিয়ে মধ্যাহ্নভোজ করেন।
রক্তাক্ত সাদা পাঞ্জাবি পরেই তিনি ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খান। ধোলাইখালে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষে আহত হন গয়েশ্বর। মুখে জখম হয়ে রক্তাক্ত হন তিনি। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। পরে তাকে নয়াপল্টনে পৌঁছে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।