বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাস। পর্দার মতো বাস্তব জীবনেও ঘর বেঁধেছিলেন তারা। এই প্রাক্তন দম্পতির আব্রাম খান জয় নামে এক পুত্রসন্তান রয়েছে। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের। এরপর দুজনের দুটি পথ দুই দিকে গেছে বেঁকে।
শাকিব খান অপুকে যখন ডিভোর্স লেটার পাঠান, তখন বিষয়টি শাকিব খানের বাবা জানতেন না। শাকিব খানের বাবা আব্দুর রবের সঙ্গে এই প্রতিবেদক কথা বলেছিলেন। টেলিফোনে খবরটি শুনে বিস্মিয় প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘অপুকে ডিভোর্সের বিষয়ে আমি কিছুই জানি না!’
এ বিষয়ে শাকিব খান আগে কখনো আপনার সঙ্গে আলোচনা করেছিলেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘বিষয়টি প্রথম শুনলাম। এ বিষয়ে শাকিব আমার সঙ্গে কখনো আলাপ করেনি।’
দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে সন্তান আব্রাহাম খান জয়। এর কিছুদিন পর অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। এরপরই শাকিব-অপুর সম্পর্কে ফাটল ধরে৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।