জুমবাংলা ডেস্ক : ডজনপ্রতি ১৫০ টাকার ডিম হঠাৎ লাফিয়ে কমিয়েছে। খুচরা বাজারে এক মাস আগেও ডিমের হালি ছিল ৫০ টাকা। সম্প্রতি হালিতে ১০ টাকা কমেছে। প্রতি ডিমে আড়াই টাকা কমে ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অর্থাৎ এক লাফে ৩০ টাকা কমেছে ডিমের দাম।
ব্যবসায়ীরা বলছেন, গত দুই সপ্তাহ ধরে ডিমের দাম কমেছে। বাজারে ডিমের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোনো সংকট নেই।
রাজধানীর পাইকারি ব্যবসায়ীরা জানান, শীত আসায় ডিমের চাহিদা কিছুটা কমেছে। চাহিদা কম থাকায় ডিমের দামও কমেছে। দাম বেশি থাকায় খামারিরা মুরগি পালনে ঝুঁকেছেন। এতে বাজারে ডিমের সরবরাহ বেড়েছে।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সূত্র জানায়, এক মাসের মধ্যে ডিমের দাম ১৯.৫৯% কমেছে। ঢাকায় বাজারভেদে ডিম বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা হালি। যা গত মাসে ছিল ৪৭ থেকে ৫০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।