জুমবাংলা ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদক এবং কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি ইলেক্ট্রনিক্স দেশে নিয়ে এসেছে ডুয়েল ইনভার্টার হিট পাম্প ড্রায়ার ও ওয়াশটাওয়ার।
আজ (৩১ জুলাই) রাজধানীর গুলশান-২ এর র্যাংগস ই-মার্টের শোরুমে পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটার কো, বিজনেস হেড অব কঞ্জ্যুমার ইলেক্ট্রনিকস আশিকুল ইসলাম, র্যাংগস ই-মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, র্যাংগস ই-মার্টের এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিক উর রহমান ও র্যাংগস ই-মার্টের হেড অব সেলস রাশেদুল ইসলাম প্রমুখ।
প্রযুক্তির এই যুগে যেখানে সুবিধা ও দক্ষতার বিচারে মান নির্ধারিত হয়, এলজি ইলেকট্রনিকস অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন ডুয়েল ইনভার্টার হিট পাম্প ড্রায়ার ও ওয়াশটাওয়ার বাজারে আনার মাধ্যমে গ্রাহকদের কাপড় শুকানোর দুর্দান্ত এক অভিজ্ঞতা প্রদানে প্রস্তুত। এর উন্নত ডুয়েল ইনভার্টার হিট পাম্প সিস্টেম শুধু কাপড় শুকায়ই না, বরং বিদ্যুৎ খরচও কমায়। এটি কাপড়কে করে তোলে কোমল ও আরামদায়ক, কাপড়ের রঙ রাখে অক্ষুণ্ণ, কাপড়কে রাখে অ্যালার্জি ও ধুলাবালি মুক্ত।
এলজি ডুয়েল ইনভার্টার হিট পাম্প ড্রায়ার পরিবেশ-বান্ধব এবং এর ব্যবহার বাংলাদেশে ফেব্রিক-কেয়ারের মান এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম। এছাড়া, স্মার্ট লন্ড্রি সল্যুশন প্রদান করতে অত্যাধুনিক প্রযুক্তি ওয়াশটাওয়ার বাজারে এনেছে এলজি। এতে ওয়াশার এর উপরেই রয়েছে ড্রায়ার এবং ঠিক মাঝামাঝিতেই রয়েছে সেন্টার কন্ট্রোল প্যানেল যার মাধ্যমে খুব সহজেই কন্ট্রোল করা যায় এলজি ওয়াশটাওয়ার।
এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটার কো বলেছেন, ‘বাংলাদেশে এলজি ডুয়াল ইনভার্টার হিট পাম্প ড্রায়ার আনতে পেরে আমরা আনন্দিত। এই হোম অ্যাপ্লায়েন্সের অত্যাধুনিক সুবিধা, দক্ষতা এবং উন্নত ফ্যাব্রিক-কেয়ার সল্যুশন পণ্যটিকে বাকি পণ্য থেকে আলাদা করে। পণ্যটির স্মার্ট বৈশিষ্ট্যগুলো ফ্যাব্রিক-কেয়ারের মান এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং গ্রাহকদের কাপড়কে কোমল, প্রাণবন্ত এবং স্বাস্থ্যকর করে তুলবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।