আন্তর্জাতিক ডেস্ক: দুই খদ্দেরকে ফোন করে ডেকে ঘরে নিয়ে গিয়ে সোনার হার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল চার যৌনকর্মীর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ভারতের সোনাগাছির (Sonagachi) দুর্গাচরণ মিত্র স্ট্রিটের। ওই খদ্দেররা স্থানীয় লালবাজারের (Lalbazar Police Station) ১০০ ডায়ালে ফোন করে নিজেদের উদ্ধারের ব্যবস্থা করেন। পরে বড়তলা থানার (Bartala Police Station) মধ্যস্থতায় টাকা এবং সোনার হার ফেরত দেন অভিযুক্তরা। পুলিশের কাছে আর কোনও অভিযোগ জানাননি ওই দুই খদ্দের।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় এক যৌনকর্মী ওই দুই যুবককে ফোন করে ডাকেন। তাঁরা পৌঁছলে দু’জনকে নিয়ে যাওয়া হয় একটি ঘরে। সেই ঘরে আরও তিন যৌনকর্মী ছিলেন। অভিযোগ, চার জন মিলে দুই যুবকের কাছ থেকে হাজার সাতেক টাকা ও একটি সোনার হার নিয়ে নেন। বিপদ বুঝে উদ্ধার পেতে এক জন লালবাজারের ১০০ ডায়ালে ফোন করেন। স্থানীয় বড়তলা থানার পুলিশ (Bartala Police Station) গিয়ে দু’পক্ষকে থানায় নিয়ে যায়। সেখানে টাকা ও সোনার চেন উদ্ধার হয়।
যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় সমিতির এক নেত্রী বলেন, “যৌনকর্মীদের কাজও একটি পেশা। কোনও যৌনকর্মী ক্রেতাদের জিনিস যাতে চুরি বা ছিনতাই না করেন, তা নিয়ে শহরের প্রতিটি যৌনপল্লিতে নিয়মিত প্রচার চালানো হয়। তার পরেও এমন ঘটনা দুঃখজনক।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।