বিনোদন ডেস্ক : দেশে ‘ডেঙ্গু’র ভয়াবহতা বেড়েই চলেছে। গত ক’দিনে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অসংখ্য রোগী। ডেঙ্গু নিয়ে দেশজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি মাঠে নেমেছে বিভিন্ন বেসরকারি সংগঠন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ‘আইসক্রিম’খ্যাত অভিনেতা শরিফুল রাজ। বর্তমানে তিনি রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, গত রবিবার রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এই মডেল-অভিনেতা। তার রক্তের প্ল্যাটিলেট নেমে গেছে ২৭০০০-এ। তাই জরুরি ভিত্তিতে তাকে রক্ত দেওয়া হচ্ছে।
এদিকে, সম্প্রতি শরিফুল রাজ চুক্তিবদ্ধ হয়েছেন ‘পরাণ’ নামে একটি ছবিতে। এটি নির্মাণ করবেন ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবির নির্মাতা রায়হান রাফি। এতে তার পাশাপাশি আরও অভিনয় করবেন চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও ‘স্বপ্নজাল’খ্যাত ইয়াশ রোহান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।