Advertisement
জুমবাংলা ডেস্ক: ‘আপনি কি দুর্জয়ের আম্মা বলছেন? ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস বলছিলাম। সন্তান কেমন আছে? তাকে কি হাসপাতালে নিয়েছেন? আপনাদের বাসার ঠিকানাটি একটু দেয়া যাবে। আপনাদের বাসার আশেপাশে হয়তো কোথাও লার্ভা হয়েছে। এ কারণে হয়তো ডেঙ্গু হয়েছে।’
ফোনে কথাগুলো বলছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে নগর ভবনের ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষে অবস্থান করে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের তালিকা নিয়ে খোঁজ নেন তিনি।
এরপর মেয়র ডেঙ্গু রোগীর বাড়ির ঠিকানা নিয়ে তাদের আশেপাশে এডিসের লার্ভা উৎসস্থল আছে কিনা তা দেখে এডিসের লার্ভা ধ্বংস করে ফেলার নির্দেশনা দেন স্থানীয় কাউন্সিলর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



