জুমবাংলা ডেস্ক: চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কতজন মারা গেছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। খবর ইউএনবি’র।
বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আগামী ১১ নভেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানানোর নির্দেশ দেন।
গত ২৮ আগস্ট এক আদেশে আদালত ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নেওয়া কাজের অগ্রগতি জানাতে নির্দেশ দিয়েছিলেন।
বুধবার ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষে এ প্রতিবেদন দিতে সময় আবেদনের পর আদালত আগামী সোমবার (১১ নভেম্বর) দিন ঠিক করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু।
গত ৪ জুলাই স্বপ্রণোদিত এক আদেশে ঢাকা শহরে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ এডিস মশা নির্মূল ও ধ্বংসে অগ্রাধিকার ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই আদেশের ধারবাহিকতায় উক্ত আদেশ দেয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য অনুসারে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৯৭ হাজার ৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৯৫ হাজার ৯৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৮১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৩৩৭ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।