ডেমরায় ইস্পাত কারখানায় বিস্ফোরণ, আহত ও দগ্ধ ৭ 

জুমবাংলা ডেস্ক : রাজধানীর ডেমরায় একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ জন দগ্ধ ও ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (০১ জুন) রাত সোয়া ৮টার দিকে বাঁশেরপুল এলাকায় জহির স্টিল অ্যান্ড রোলিং মিলে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের নাম রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭) বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), ও আমিনুল ইসলাম (২৫) নামে তিনজন।

দুর্ঘটনা কবলিত কারখানাটির সুপারভাইজার মো. সাকিব খান বলেন, রাতে স্টিল মিলের গিয়ার যন্ত্রে ত্রুটি দেখা দেয়। সে কারণে ওই সাতজনের মেকানিক্যাল টিম যন্ত্রটি মেরামত করছিলেন। এ সময় সেই গিয়ার যন্ত্রটিতে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে উপস্থিত সবাই আহত ও দগ্ধ হন।

আহত মেকানিক্যাল শিফট ইনচার্জ তরিকুল ইসলাম জানান, নিজের টিম নিয়ে গিয়ার যন্ত্রটি খুলছিলেন তিনি। এ সময় যন্ত্রটি অতিরিক্ত গরম হওয়ার কারণে বিস্ফোরণ ঘটে। তখন খুব কাছাকাছি থাকায় তিনি ছাড়াও সুজন ও আমিনুল নামে দুজনের বুকে ও হাতে আঘাত লাগে। আর কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বাকিদের শরীর গরম বাতাস লেগে জলসে যায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি চারজনকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা আশঙ্কামুক্ত। ঘটনাটি ডেমরা থানায় জানানো হয়েছে।

বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী