ডেস্টিনাস কোম্পানির জন্য মে ২৪, ২০২৩ একটি বিশেষ দিন। ডেস্টিনাস-১ প্রোটোটাইপ সফলভাবে ফ্লাইট সম্পন্ন করেছে। হাইড্রোজেন ফুয়েল দ্বারা এ ফুয়েল পরিচালনা করা হচ্ছে। ২০২১ সালে প্রোটোটাইপটি যথেষ্ট ডেভেলপমেন্টের মধ্য দিয়ে গেছে। জার্মানির মিউনিখের এয়ারপোর্টে এ ঐতিহাসিক পরীক্ষাটি চালানো হয়। হাইড্রোজেন চালিত প্রোপালশন সিস্টেম এখন নতুন যুগে প্রবেশ করেছে। সুপারসনিক ফ্লাইটের ক্ষেত্রে নতুন রেভুলেশন ঘটেছে।
মনুষ্যবিহীন ফ্লাইট পরিচালনায় গুরুত্ব দেওয়া হয়েছে। ২৫০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত স্পিড তুলতে সক্ষম হয়েছে এ প্রোটোটাইপটি। রিয়েল্ড ওয়ার্ল্ড কন্ডিশনে হাইড্রোজেন ফুয়েল দিয়ে এ পরীক্ষা করা হয়েছে।
আফটারবার্নারের অতিরিক্ত থ্রাস্টের কারণে প্রোটোটাইপটি দ্রুত তার সর্বোচ্চ গতিসীমায় পৌছাতে পারে। সুপারসনিক স্পিডে পৌছার জন্যও আফটারবার্নারের বিশেষ গুরুত্ব রয়েছে। একই প্রোপালশন সিস্টেমে দুই ধরনের ফুয়েল সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে।
দীর্ঘসময় ধরে ফ্লাইট পরিচালনা করার জন্য ও প্রটো টাইপ যেন দ্রুত গতিতে আকাশে উড়তে পারে সেজন্য হাইড্রোজেন জ্বালানির তাৎপর্য রয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় হাইড্রোজেন জ্বালানির গুরুত্ব রয়েছে।
পরিষ্কার এবং বিশুদ্ধ জ্বালানি হিসেবে হাইড্রোজেনের সুনাম রয়েছে। প্রো পার্সন সিস্টেমে ব্যবহার করার জন্য হাইড্রোজেন সবচেয়ে উপযুক্ত জ্বালানি বলে বিবেচনা করা হয়। ভবিষ্যতে কার্বন নিঃসরণ কমানো এবং প্রোপালন সিস্টেমের পারফরম্যান্স দিতে করার জন্য হাইড্রোজেন সবথেকে বেশি ব্যবহার করা হবে।
ডিসটেনাস তিন নামক প্রোটোটাইপ হাইড্রোজেন চালিত সর্বপ্রথম সুপারসনিক জেড হিসেবে সবার সামনে উন্মোচিত হবে। ১৩ স্পেস ইনোকেশনে নতুন টেকনোলজি রেগুলেশন ঘটাতে সক্ষম হবে। ২০২৪ সালের মধ্যেই এ প্রযুক্তির পুরোপুরি বাস্তবায়ন করতে সক্ষম হবে কোম্পানিটি। হাইড্রোজেন চালিত হাইপারসনিক বিমান তৈরিতে ইউরোপ পুরো বিশ্বে নেতৃত্ব দেয়ার মত পজিশনে থাকার চেষ্টা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।