Advertisement
জুমবাংলা ডেস্ক : ক্রমান্বয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে ডোপ টেস্টে পজিটিভ হওয়া ডিএমপি সদস্যদের বিরুদ্ধে। এরই মধ্যে অভিযুক্ত ৬৮ জনের মধ্যে চাকরি হারিয়েছেন ১০ জন। সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে ১৮ জনকে। এদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে ৪৩টি। এছাড়া আরও ২৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
অভিযুক্ত ৬৮ পুলিশ সদস্যের মধ্যে উপপরিদর্শক সাতজন, সার্জেন্ট একজন সহাকরী উপপরিদর্শক পাঁচজন, নায়েক পাঁচজন। এছাড়াও ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন ৫০ জন কনস্টেবল। ডিএমপি সদর দপ্তর জানায়, এ ধরনের ডোপ টেস্ট চলবে, ব্যবস্থাও নেয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।