ড্র দিয়েই শুরু হলো এমবাপে অধ্যায়

এমবাপে

ফ্লেরেন্তিনো পেরেজ রিয়াল মাদ্রিদের দায়িত্বে আসার পর থেকে দুবার তৈরি করেছেন গ্যালাক্টিকো ইলাভেন। চলতি মৌসুমে কিলিয়ান এমবাপেকে নিয়ে এসে আরও একবার গ্যালাক্টিকো দল পূর্ণ করেছেন। রদ্রিগো গোজ, ভিনিসিয়ুস জুনিয়র, জ্যুড বেলিংহাম, অরেলিন চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভার্দে– ফুটবলের আগামী দিনগুলোতে রিয়াল যেন রাজত্ব করার জন্য একেবারেই তৈরি।

এমবাপে

কিন্তু তারকায় ঠাসা এই দলটাই মৌসুমের প্রথম ম্যাচে খেল হোঁচট। গেল মৌসুমে ১৫তম স্থানে থাকা মায়োর্কার বিপক্ষে জয় নিয়েই ফেরা হলো না রিয়াল মাদ্রিদের। ১ লালকার্ড হজমের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে তারা। রদ্রিগো করেছেন চলতি মৌসুমে রিয়ালের প্রথম গোল।

তারকায় ঠাসা রিয়ালের বিপক্ষে ম্যাচের ৫ মিনিটেই বড় ধরণের সুযোগ তৈরি করেন পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তা। বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত শট অবিশ্বাস্য এক সেইভে ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। এরপরেই নড়েচড়ে বসে রিয়াল। গোল আদায় করে নেয় ১৩তম মিনিটে এসে।
বক্সে ভিনিসিউস জুনিয়রের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে একটু জায়গা বানিয়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে ডান পায়ে শট নেন রদ্রিগো। দূরের পোস্ট দিয়ে জালে জড়ায় বল। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

তবে প্রথমার্ধের সেরা দুই সুযোগ এসেছিল মায়োর্কার সামনে। কাউন্টার অ্যাটাকে বারবার তারা নাস্তানাবুদ করেছিল রিয়াল শিবিরকে। ৩৮ মিনিটে পাবলো মাফেওর ক্রসে ড্যানিয়েল রদ্রিগেজ হেড চলে যায় বাইরে দিয়ে। ৪ মিনিট পরেই তাকুমা আসানোর শট ফিরিয়ে দিয়ে দলকে বিপদমুক্ত করেন কর্তোয়া।

বিরতির পর দুদলই আক্রমণ চালায়। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সমতায় ফেরে মায়োর্কা। রদ্রিগেসের কর্নারে জোরাল হেডে বল জালে পাঠান কসোভান ফরোয়ার্ড ভেদাত মুরিচি। বক্সে তাকে পুরোপুরি আনমার্কড রেখেছিলেন রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড়রা। যার খেসারত দিতে হলো কার্লো অ্যানচেলত্তি শিষ্যদের। মিনিট পাঁচেক পর আবারও মুরিচির শট। তবে এবারে কর্তোয়া ছিলেন তৈরি।

ম্যাচের বাকি সময়ে একাধিক আক্রমণে যায় রিয়াল, তবে লক্ষ্যভেদ করতে বারবারই ব্যর্থ লস ব্লাঙ্কোস শিবির। সহজ সুযোগ মিস করেন এমবাপে নিজেও। ৬২ মিনিটে তার শট আটকায় গোলবারে। ৭৭ মিনিটে গোললাইন থেকে মায়োর্কাকে উদ্ধার করেন মোজিকা। শেষ পর্যন্ত ১-১ ড্র তে শেষ হয় ম্যাচ।

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

তবে নির্ধারিত সময়ের সাথে যোগ করা মুহুর্তে রেফারির শেষ বাঁশি বাজার মুরিচিকে ফাউল করে লাল কার্ড দেখেন ফার্লান্দ মেন্দি। পরের লিগ ম্যাচে আগামী রোববার রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে এই ফরাসি ডিফেন্ডারকে পাবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।