আান্তর্জাতিক ডেস্ক : নতুন করে করোনার সংক্রমণ শঙ্কা জাগাচ্ছে জার্মানিকে। করোনার সংকট কাটিয়ে দেশটি যখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে তখন আবারও সংক্রমণে শঙ্কিত স্থানীয়সহ প্রবাসীরা।
করোনাকে নিয়ন্ত্রণে আনতে সবধরনের চেষ্টার কমতি নেই জার্মানির। তবুও প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত অঙ্গরাজ্য নর্দরাইন ভেস্টফালেনের বেশ কিছু মাংস প্রক্রিয়াকরণ কারখানাসহ আশেপাশের অঞ্চলে নতুন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার। নেয়া হয়েছে মোবিল টেস্টের ব্যবস্থা।
স্থানীয় এক জার্মান বলেন, বলতে হয় মাসখানেক পর ঘর থেকে বের হলাম। একটু মুক্ত বাতাসে বন্ধুদের সাথে দেখা করতে আসা তবে করোনার সকল নিয়ম মেনেই এখনো চলছি। মনে ভয় কাজ করে এই করোনা আবার এলো বলে।
অন্যদিকে রাজধানী বার্লিনে বসবাসরত প্রবাসীরাও স্বস্তিতে নেই। শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা নয়াকোলনে নতুন করে শতাধিক আক্রান্তে শঙ্কা জাগাচ্ছে মনে।
এদিকে ইতালিতে পুরনো সুয়ারেজ আর নালা নর্দমার মাধ্যমে করোনার সংক্রমণ এমন খবর জানার পর থেকে নড়েচড়ে বসছে জার্মানিসহ ইইউর দেশগুলো। জার্মানিতে এখন পর্যন্ত ১লাখ ৯২ হাজার মানুষ সংক্রমিত হলেও সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজারেরও বেশী। মারা গেছেন প্রায় ৯ হাজারের কাছাকাছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।