স্পোর্টস ডেস্ক : ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। গত পরশু শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে উড়িয়ে দিয়ে নিউ জিল্যান্ডের সেমিফাইনালও একরকম নিশ্চিত। কাগজ-কলমের সমীকরণের ভিত্তিতে একটা ফ্যাঁকড়া অবশ্য রয়েছে। মানে কাগজ-কলমের হিসাবে এখনো নিউ জিল্যান্ডকে টপকে সেমিফাইনালে ওঠার সুযোগ আছে পাকিস্তানের সামনে!
তবে সেই সমীকরণটা এতটাই অদ্ভুত এবং অবাস্তবীয় যে, পাকিস্তানের অতি আশাবাদী সমর্থকও দূর কল্পনায় সেই আশার ছবি আঁকতে পারছে না।
নিউ জিল্যান্ডকে টপকে সেমিতে উঠতে হলে পাকিস্তানে মেলাতে হবে দুই রকম সমীকরণ। আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে পাকিস্তানকে জিততে হবে অন্তত ২৮৭ রানের ব্যবধানে! যদি ইংল্যান্ড আগে ব্যাটি করে? তাহলে ইংলিশদের ৫০ রানের মধ্যে গুঁড়িয়ে দিতে পাকিস্তানকে জিততে হবে দুই ওভারের মধ্যে! অদ্ভুত এই সমীকরণই বলছে পাকিস্তানের সেমির স্বপ্ন কার্যত শেষ।
তবে পাকিস্তান যাতে অনায়াসেই এই অদ্ভুত সমীকরণ মিলিয়ে সেমিফাইনালে উঠতে পারে, তার জন্য বাবর আজমদের দারুণ একটা ফর্মুলা বাতলে দিয়েছেন ওয়াসিম আকরাম। কী তার ফর্মুলা? ড্রেসিংরুমে তালা মেরে ইংল্যান্ডের ১০ ব্যাটসম্যানকেই ‘টাইমড আউট’ করে দেওয়া! যেরকম উদ্ভুত সমীকরণ, পরামর্শটাও তেমনই অদ্ভুত। তবে এমন একটা ফর্মুলা আবিষ্কার করার জন্য ওয়াসিম আকরাম যে সাকিব আল হাসানের কাছে ঋণী, সেটি না বললেও চলে।
ক্রিকেটে যে ‘টাইমড আউট’ নামের একটি আউট আছে, সেটি এতদিন আলোচনাতেই ছিল না। আম দর্শকরা তো বটেই, স্বয়ং ক্রিকেটারদেরও বড় অংশ তা জানত না। গত ৬ নভেম্বর শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করে ব্যাপারটি সামনে নিয়ে এসেছেন সাকিব। সেই ‘টাইমড আউট’ দেখেইে যে ওয়াসিম আকরাম সবাইকে ‘টাইমড আউট’-এর ফর্মুলা আবিষ্কার করেছেন সেটি বলাই যায়।
যাই হোক. পাকিস্তানের একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্পোর্টস টক শোতে অতিথি হিসেবে হাজির হয়ে উত্তরসূরি বাবর আজমদের অদ্ভুত এই আইডিয়াটা বাতলে দিয়েছেন ওয়াসিম আকরাম। পাকিস্তান কীভাবে সেমিফাইনালে যেতে পারে, এমন প্রশ্নের উত্তরে ওয়াসিম আকরাম বলেছেন, ‘প্রথমে ব্যাট করে নিজেদের প্রয়োজনীয় রান সংগ্রহ করতে হবে। এরপর ইংল্যান্ডের ড্রেসিংরুমে ২০ মিনিটের জন্য তালা মেরে দিতে হবে, যাতে তারা সবাই টাইমড আউট হয়ে যায়!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।