মুন্সিগঞ্জ প্রতিনিধি: সোমবার থেকে দেশব্যাপী লকডাউনের ঘোষণার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ। শনিবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। তারা স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরি পার হচ্ছেন।
রবিবার ভোর থেকে ফেরিতে ঢাকা ও দক্ষিণবঙ্গগামী উভয়মুখী হাজার হাজার যাত্রীদের পারাপার করতে দেখা যায়। একইসাথে পারাপার হচ্ছে পণ্যবাহী ও জরুরি যানবাহন।
সরজমিনে সকাল থেকে দেখা যায়, নৌরুটের প্রতিটি ফেরিতেই অল্প সংখ্যক যানবাহন সাথে যাত্রীদের প্রচণ্ড ভিড়। তবে সকাল থেকে দক্ষিণবঙ্গগামী যাত্রীর ভিড় ছিল চোখে দেখার মত।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) শাফায়েত আহমেদ জানান, `নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে। তবে গাড়ির চাপ নেই। লকডাউনের নিয়ম অনুযায়ী লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারের কথা থাকলেও যাত্রীরা ঘাটে আসছে। যাত্রী নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের নয়। জোর করে প্রতিটি যাত্রীরা ফেরিতে উঠে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


