Advertisement
শ্রমিক গ্রেপ্তার ও বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার ঢাকাগামী সব রুটে বাস চলাচল দ্বিতীয় দিনও বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন অনেকে, যারা আগেই টিকিট কেটে রেখেছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৬টা থেকে বাসস্ট্যান্ডগুলোতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো বাস না পেয়ে তারা বিকল্প যানবাহনের খোঁজে ছুটছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের একটি ঘটনায় হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে সংঘর্ষে জড়ান। পরে অরুণ ঝন্টুকে পুলিশ আটক করে।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানান, শ্রমিকের মুক্তি ও চলাচলে নিষিদ্ধ বাসের ওপর নিষেধাজ্ঞা না তুলে দেওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।