গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের অবস্থান ভালো ছিল। উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলমান ছিল। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ৬৬ পয়েন্ট বৃদ্ধি পায়। সব মিলিয়ে ৪৩৮ কোটি টাকার লেনদেন বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে বাজারে মূলধন বৃদ্ধি পেয়েছে ৯ হাজার ১০৫ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে এখন পাঁচ হাজার পয়েন্ট এর মধ্যে অবস্থান করছে। গত সপ্তাহের প্রত্যেকটা দিন সূচকের অবস্থা বেশ ভালো ছিল। গত সপ্তাহে সব মিলিয়ে লেনদেন হয় ২ হাজার ১৩২ কোটি টাকা। আগের সপ্তাহ থেকে এটি অনেক বেশি। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বৃদ্ধি পায় ৪৩৮ কোটি টাকা। সব মিলিয়ে মূলধন বেড়েছে ৯ হাজার কোটি টাকার বেশি।
বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬৫টির, কমেছে ১০৩টি এবং অপরিবর্তিত ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বিচ হ্যাচারি, দ্বিতীয় গ্রামীণফোন এবং তৃতীয় অবস্থানে সিটি ব্যাংক।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম এনার্জিপ্যাক পাওয়ার, দ্বিতীয় প্রিমিয়ার লিজিং এবং তৃতীয় অবস্থানে ফনিক্স ফাইন্যান্স। অন্যদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫১২ পয়েন্টে। সপ্তাহজুড়ে লেনদেন হয় ২৭ কোটি ২১ লাখ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।