
বিশেষ একটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে পাকিস্তানি জনপ্রিয় তারকা আহাদ রাজা মীর যেন পুরোপুরি মিশে গেছেন ঢাকার প্রাণচাঞ্চল্যে। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা থেকে শুরু করে রাজধানীর সংস্কৃতি-ঐতিহ্যে ডুবে থাকা—ঢাকায় কাটানো প্রতিটি মুহূর্তই যেন হয়ে উঠছে তার জন্য নতুন অভিজ্ঞতা।
বর্তমানে ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর। গত শুক্রবার (১২ নভেম্বর) একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তিনি পা রাখেন বাংলাদেশের রাজধানীতে। আর ঢাকায় নামার পর থেকেই এই অভিনেতাকে দেখা গেছে বেশ চনমনে, শহরের আবহে একদমভাবে মেতে উঠতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে পৌঁছানোর পরই ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয় এবং তাকে হাসিমুখে হোটেলের দিকে যেতে দেখা যায়। শুরু থেকেই ভক্তদের প্রতি তার উচ্ছ্বাস আর সৌজন্যতা নজর কেড়েছে সবার।
তবে আহাদ শুধু অনুষ্ঠানে অংশ নিতেই থেমে থাকেননি। ঢাকায় কাটানো সময়ের একগুচ্ছ ছবি ও ভিডিও তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নজর কাড়ে তার বিপুল ভক্তমহলের।
শেয়ার করা ভিডিও–ছবিতে দেখা যায়, তিনি পার্কের মাঝেই এক রিকশা চালকের আসনে বসে নিজ হাতে প্যাডেল ঘুরাচ্ছেন। ঢাকাই সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম এই বাহনটি চালাতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত বলে জানা যায়। অভিনেতার সেই স্বতঃস্ফূর্ততা যেন ঢাকাকে আরও কাছ থেকে জানার আনন্দই প্রকাশ করে।
শুধু রিকশা চালানোই নয়, ঢাকার ঐতিহ্যবাহী ফুচকাও চেখে দেখেছেন এই অভিনেতা। রিকশা চালানো এবং ফুচকা খাওয়ার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।আহাদ রাজা মীরকে এমন ভিন্ন মেজাজে দেখে ভক্ত-অনুরাগীরাও কমেন্ট বক্সে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
একজন ভক্ত রিকশা চালাতে দেখে মজা করে লিখেছেন, ‘সর্বদা এবং চিরকালের জন্য পছন্দের রিক্সাওয়ালা।’ আরেকজন তার বাংলা উচ্চারণের প্রশংসা করে লিখেছেন, ‘আপনার বাংলা উচ্চারণ খুবই সুন্দর ছিল, আমার স্বীকার করতেই হবে, আমার পছন্দের মানুষটি বহুমুখী প্রতিভার অধিকারী।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



