জুমবাংলা ডেস্ক : ঢাকায় মার্কিন দূতাবাস আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে নতুন ভিসা আবেদন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। এই কারণে বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ভিসা আবেদন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা পরিষেবার নতুন ব্যবস্থার কারণে www.ustraveldocs.com ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ থাকবে, তবে নতুন প্রক্রিয়া কার্যকর হওয়ার পর এটি আবার চালু হবে।
এ সময়ের মধ্যে যেসব আবেদনকারীর ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের নির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত থাকতে হবে।
এছাড়া, ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে প্রতি মঙ্গলবার বিকাল ৩টা থেকে নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানিয়েছে মার্কিন দূতাবাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।