ঢাকায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব

ঢাকায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব

বিশ্বজুড়েই বেশ ঘটা করে নানাবিধ চলচ্চিত্র উৎসব হয়। যদিও সেগুলো নিম্নবিত্ত মানুষের চোখের আড়ালেই থাকে এসব উৎসবের জৌলুস। যেটি মূলত সীমাবদ্ধ থাকে সিনেমা সংশ্লিষ্টদের মধ্যে। বিপরীতে এটাও বিস্ময়কর সত্যি, প্রেক্ষাগৃহে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখে শিল্পটাকে মূলত বাঁচিয়ে রেখেছে অবহেলিত নিম্নবিত্তরাই।

ঢাকায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব

সিনেমার এই রাজনীতি এবং নিম্নবিত্তদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির প্রয়াসে দারুণ এক উৎসবের উদ্যোগ নিয়েছে মাইন্ড দ্য গ্যাপ ফিল্ম মুভমেন্ট। ‘ছবির রাজনীতি, রাজনৈতিক ছবি’ শিরোনামে এই সংগঠন আয়োজন করতে যাচ্ছে ভ্রাম্যমাণ ফিল্ম ফেস্টিভ্যাল।

উৎসবের পর্দা উঠবে আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে। যেখানে উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রজেক্টরে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের ‘দ্য সাউন্ড ইজ লাউড’। এরপর একই নির্মাতার ‘প্যাসেঞ্জার’ এবং গোলাম রাব্বানীর ‘আনটাং’। তিনটি ছবিই স্বল্পদৈর্ঘ্য। এক ঘণ্টার এই উন্মুক্ত প্রদর্শনী তেজগাঁও রেল স্টেশনের চারপাশে থাকা সবার জন্যই উন্মুক্ত থাকবে।

একই দিন রাত ৮টায় উৎসবের দ্বিতীয় প্রদর্শনী হবে কাওরান বাজার মেট্রো রেলের সাথে গোল চত্বরে, উন্মুক্ত আকাশের নিচে। সেখানেও এই তিনটি ছবি প্রদর্শিত হবে উপস্থিত সবার জন্য।

মাইন্ড দ্য গ্যাপ ফিল্ম মুভমেন্ট-এর কর্তা ইভান মনোয়ার জানান, গণমানুষকে বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ করে দিতেই মূলত এই ভ্রাম্যমাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ব্যবস্থা। যাতে ক্রমশ যুক্ত হবে অন্য নির্মাতাদের সিনেমাও।

এই নির্মাতা বলেন, রিকশাওয়ালা, দোকানদার, পোশাক শ্রমিক, খেটে খাওয়া মানুষদের বিনোদনের জন্য খুব একটা ব্যবস্থা নেই এই শহরে। তারাও অভিজাত জায়গায় যেতে অস্বস্তি বোধ করেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সিনেমাগুলো এইসব গণমানুষদের কাছে নিয়ে গিয়ে প্রদর্শন করবো। এবং ভ্রাম্যমাণ এই চলচ্চিত্র প্রদর্শনী ঢাকা শহর থেকে ছড়িয়ে দেয়া হবে সমস্ত দেশের হাট-বাজার, স্কুল-কলেজ থেকে শুরু করে গণমানুষের প্রতিটি কেন্দ্রে।

বিনা পারিশ্রমিকেই ঢাকায় গাইবেন রাহাত ফতেহ আলী

তিনি জানান, ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারদের স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখানোর পাশাপাশি এই আয়োজনে গদার, ফ্রঁসোয়া ত্রুফো, চ্যাপলিন, জহির রায়হান, তারেক মাসুদ, ঋত্বিক ঘটক, মৃণাল সেন-এর মতো নির্মাতাদের সিনেমাও পর্যায়ক্রমে দেখানো হবে।