জুমবাংলা ডেস্ক: আন্দোলনের মুখে ঢাকার পরে চট্টগ্রামে নগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। এ ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রবিবার (৫ ডিসেম্বর) সোয়া ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকর থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে ছাত্র-ছাত্রীরা হাফ ভাড়া দিতে পারবেন।
বাস মালিক সমিতির নেতা মো. শাহাজান বলেন, শিক্ষার্থীদের জন্য ঢাকার মতো চট্টগামেও হাফ ভাড়া কার্যকর করা হয়েছে। আগামী ১১ তারিখ থেকে এই ভাড়া নেওয়া হবে। শুধু চট্টগ্রাম সিটি এলাকায় হাফ ভাড়া কার্যকর থাকবে। বন্ধের সময় হাফ ভাড়া থাকবে না। শিক্ষার্থীদের স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে বলে জানান তিনি।
এর আগে শুক্রবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন বাসমালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেছিলেন, চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে আমরা কয়েকটি মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।
সারা দেশের মতো চট্টগ্রামেও কিছুদিন ধরে গণপরিবহণে হাফ ভাড়াসহ ৯ দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হলেও আলাদা আলাদাভাবে চট্টগ্রামে এই আন্দোলনে ছিল ছাত্রলীগ ও বাম ছাত্র সংগঠনগুলো। ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনের প্রথম থেকেই চট্টগ্রামে হাফ ভাড়ার দাবিতে সক্রিয় ছিল ছাত্রলীগ। আলাদা কর্মসূচি নিয়ে মাঠে ছিল বাম ছাত্র সংগঠনগুলোও। তবে সবার আন্দোলনই ছিল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। ২৫ নভেম্বর নগরীর ২নং গেট থেকে বাম সংগঠনের চার নেতাকে আটক করে পুলিশ। পরে ছেড়েও দেয়। এর বাইরে চট্টগ্রামে ছাত্রদের আন্দোলনে বড় ধরনের কোনো সংঘাত বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।
গত ১ ডিসেম্বর থেকে রাজধানী ঢাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হয়েছে। তবে শিক্ষার্থীরা চট্টগ্রামসহ সারাদেশে হাফ ভাড়া কার্যকরসহ ১১ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। এসব দাবি নিয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।
শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে চট্টগ্রামের পরিবহন মালিকদের তিন সংগঠনের নেতারা একসঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেন।
সব বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া, দাবি মেনে নিলেন বাস মালিকরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।