জুমবাংলা ডেস্ক : এক সহকর্মীকে আটকে রাখার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভের মুখে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূরকে ছুটিতে পাঠানো হয়েছে।
বুধবার সকাল থেকে আদালতপাড়ায় বিক্ষোভ, উত্তেজনার পর ওই বিচারককে ছুটিতে পাঠানো হয়েছে বলে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) বরাত দিয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার অনাকাক্সিক্ষত একটা ঘটনা ঘটে। একজন আইনজীবীকে ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর অসম্মান করেছেন। ওই আইনজীবী ঢাকা আইনজীবী সমিতিতে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। এরপর আমরা এ বিষয়ে সিএমএম জুলফিকার হায়দারের সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাদের জানিয়েছেন, তাকে (আসাদুজ্জামান নূর) আপাতত দু’দিনের ছুটিতে পাঠানো হয়েছে।
আইনজীবী সমিতির সভাপতি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাকে প্রত্যাহার বা বদলি করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।’
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। ওইদিন ‘এজলাসে উঠে বিচারকের আসন গ্রহণ করতে দেরি হওয়ায়’ রুবেল আহমেদ ভূঁইয়া নামের একজন আইনজীবী প্রতিবাদ করেন। এর জেরে হাকিম আসাদুজ্জামান নূর ওই আইনজীবীকে ‘দুই ঘণ্টা আটকে রাখেন।
তিনি আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা। তারা মিছিল করে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরসহ কয়েকজন বিচারকের এজলাসে ঢুকে পড়েন এবং বিচার চেয়ে স্লোগান দেন। এ সময় হইচইয়ের মধ্যে আদালতপাড়ার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং বিচারকাজ বন্ধ হয়ে যায়। আইনজীবীরা ওই বিচারকের এজলাসে তালা লাগিয়ে দেন। এছাড়া পুরনো মুখ্য মহানগর হাকিম আদালত ভবনের কলাপসিবল গেটেও তালা দেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলে আইনজীবীদের বিক্ষোভ। পরে সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা শান্ত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।