জুমবাংলা ডেস্ক : গণপরিবহণে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় চলাচল শুরু করেছে ১০৮টি সিসি ক্যামেরাযুক্ত বাস। উদ্বোধনী দিনে ৫টি বাস কোম্পানি ও ভিন্ন রুটে ১০৮টি বাসে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
রোববার রাজধানীর গাবলতীর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সিসিটিভি স্থাপন কাজের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিসি ক্যামেরাযুক্ত বাসগুলো চন্দ্রা থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার রুটের সুপার সার্ভিস লিমিটেডের পঁচিশটি, গাবতলী থেকে গাজীপুর রুটের বসুমতি ট্রান্সপোর্ট লিমিটেডের পঁচিশটি, মোহাম্মদপুর থেকে আবদুল্লাহপুর রুটের প্রজাপতি পরিবহণ লিমিটেডের পঁচিশটি। আর ঘাটারচর থেকে আবদুল্লাহপুর রুটের পরিস্থান পরিবহণের রয়েছে পঁচিশটি এবং গাবতলী থেকে সায়েদাবাদ রুটের গাবতলী এক্সপ্রেসের আটটি বাসে প্রাথমিক পর্যায়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সরকারের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা দিপ্ত ফাউন্ডেশন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু।
এ ছাড়া অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাস মালিক সমিতির নেতা, বাসচালক, স্টাফ, হেলপার যাত্রীসহ পরিবহণ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel