বেরোবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু পরিষদের ব্যানারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের সামনে তারা মানববন্ধন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যেভাবে ধর্ষণ করা হয়েছে তা খুব দুঃখজনক।
তিনি সরকারের কাছে ৩টি দাবি করে বলেন, ধর্ষকের সর্ব্বোচ শাস্তি ফাঁসি দিতে হবে। অপরাধীর পরিবারকে ধর্ষক পরিবার ঘোষণা করতে হবে। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আজ হয়তো ঢাবি শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন কাল আবার আমরা যে কেউ ধর্ষণের শিকার হতে পারি। তাই আমাদের প্রত্যেকের এ বিষয়ে সর্তক থাকতে হবে। পাশাপাশি যারা এহেন গর্হিত কাজ করে তাদের কঠিন শাস্তি দিতে হবে। যাতে তাদের শাস্তি দেখে আর অন্য কেউ এ ধরনের ন্যাক্কারজনক কাজ না করতে পারে।
এ সময় তারা আরও বলেন, ধর্ষণকারী যে ব্যক্তিই হোক না কেন। তাকে অতিদ্রুত গ্রেফতার করা হোক। আমরা ধর্ষকের সর্ব্বোচ শাস্তি চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।