জুমবাংলা ডেস্ক : স্নাতক ডিগ্রিধারী ২০ হাজারের অধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তনে অংশ নিয়েছেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ সমাবর্তনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা বিরাজ করছে। সমাবর্তনের কস্টিউম (গাউন-টুপি) পড়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর স্মৃতি ধরে রাখা শুরু করেন ছবি তোলার মাধ্যমে।
শিক্ষা জীবনের সমাপ্তির বর্ণাঢ্য এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কালো গাউন পরে, ক্যাপ উঁচিয়ে আলোকচিত্রে নিজেদের মুহূর্তগুলো ধারণের চেষ্টা করছেন। সেই আনন্দের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বন্ধুদের সাথে শেয়ার করতে নিজের পেজে পোস্ট করছেন।
এই ছবিগুলোর মধ্যে বেশ কয়েকটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।