সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে কোডিড-১৯ টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১১টায় জেলা তথ্য অফিসে কোডিড-১৯ টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন।
এ সময় ভার্চু্যুয়ালি সংযুক্ত ছিলেন মানিকগঞ্জ সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আকন্দ। অনুষ্ঠানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন বলেন, জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজ আগ্রহে প্রথম দিনেই শতাধিক ব্যক্তি নিবন্ধন করেছে। আমাদের এই টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম পর্যায়ক্রমে জেলার ৭ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের সাধারণ মানুষের মাঝে পৌছে দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।