তরঙ্গ পর্যবেক্ষণে বিটিআরসিকে মনিটরিং সিস্টেম দেবে দ. কোরিয়া

spectrum-trace-800x448বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : স্পেকট্রাম পর্যবেক্ষণের জন্য বিটিআরসিকে মনিটরিং সিস্টেম দেবে দ. কোরিয়া।

বিটিআরসি সূত্রে জানা গেছে, দ. কোরিয়ার সেন্ট্রাল রেডিও মনিটরিং সিস্টেম বা সিআরএমএস নামের সংস্থাটি তাদের নিজ দেশের বেতার তরঙ্গ পর্যবেক্ষণের পাশাপাশি বন্ধুপ্রতিম উন্নয়নশীল দেশগুলোর জন্যে এ বিষয়ে কাজ করে। তাদের সেই সহযোগিতা কর্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি সিআরএমএস বিটিআরসিকে একটি স্থায়ী মনিটরিং স্টেশন এবং দুইটি বহনযোগ্য স্টেশন উপহার দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। পুরো উপহার প্রক্রিয়া সম্পন্ন করতে তারা অনপোম নামের একটি কোরিয়ান কোম্পানিকে দায়িত্ব দিয়েছে।

ইতোমধ্যে অনপোমের কর্মকর্তারা ঢাকায় এসে ঘুরে গেছেন, একই সঙ্গে এ বিষয়ে বিটিআরসির চাহিদা এবং প্রয়োজনীয়তা সম্পর্কেও ধারণা নিয়ে গেছেন তারা।জানা গেছে, এ বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তির পর সিআরএমএস আকাশ পথে ঢাকায় তাদের মনিটরিং সিস্টেমগুলো পাঠাবে।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *