জুমবাংলা ডেস্ক : অমর একুশে বইমেলা চট্টগ্রামে অনুষ্ঠিত হলো তরুণ লেখক ও গবেষক মুসাদ্দিকুল ইসলামের ‘কাগুজে প্রেমনামা’ অনুকাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ড. এ এইচ এম সেলিম উল্লাহর সঞ্চালনায় বইটির মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি এবং রূপালী ব্যাংকের সাবেক পরিচালক জনাব আবু সুফিয়ান।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মনছুর , আইআইইউসির সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোঃ খোরশেদ আলী , সহকারী প্রক্টর মোহাম্মদ মহসিন, বিশিষ্ট ব্যাংকার ও সাবেক ছাত্রনেতা হারুনর রশীদসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন , ফেসবুক, টুইটার ও ইন্টারনেটের মাধ্যমে প্রযুক্তির খারাপ দিকে ঝোঁকার কারণে শিক্ষার্থীদের বই পড়ার প্রবণতা কমছে। এই যুগের তরুণ লেখক মুসাদ্দিকুল ইসলামের লেখালেখির উদ্যোগ প্রশংসনীয়। কাগুজে প্রেমনামা এক ঐতিহাসিক নাম , বইয়ের নাম বেশ মনে ধরেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।