জুমবাংলা ডেস্ক : গাজীপুরে এক পার্লারকর্মীকে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, মৌলভীবাজারে এক কিশোরী এবং পিরোজপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরো তিনজনকে। এ সব ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা।
শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গীতে একটি বিউটি পার্লারে কাজ শেষে বাসায় ফিরছিলেন এক তরুণী। পথে হিমারদিঘী এলাকায় তাকে তুলে নিয়ে যায় বখাটে নয়ন আহমেদ, শাহাবুদ্দিন, বাবু মন্ডল ও তোফাজ্জল। পরে মেয়েটিকে গণধর্ষণ করে পালিয়ে যায় তারা। হাত-পা বাধা অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
এ ঘটনায় মেয়েটির বাবা টঙ্গী থানায় মামলা করলে, অভিযুক্ত চার বখাটেকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম।
শুক্রবার সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদে খাবারের প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত আশরাফ আলীকে গ্রেফতার করে র্যাব-৮।
এদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার বধ্যভূমিতে বেড়াতে গিয়ে চারজনের গণধর্ষণের শিকার হয় এক কিশোরী। অভিযোগ পাওয়ার পর পুলিশ দু’জনকে আটক করে।
নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র : সময় নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।