জনপ্রিয় ঢালিউড তারকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি নাসির ইউ মাহমুদ তথা নাসির উদ্দিন মাহমুদকে গ্রেফতারের পর তার সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আবাসন ব্যবসায়ের সঙ্গে যুক্ত হলেও বিভিন্ন ধরনের অনৈতিক কাজে নাসিরের যোগসূত্র পেয়েছেন গোয়েন্দারা। তারা বলছেন, বিশেষ করে তরুণীদের প্রলুব্ধ করে বিভিন্ন ক্লাবে পাঠানো এবং সেখানে তাদের অনৈতিক কাজে বাধ্য করার কাজটি নাসির দীর্ঘ দিন ধরে করে আসছেন।
সোমবার (১৪ জুন) দুপুরে উত্তরায় নাসিরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল। ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশীদ সারাবাংলাকে বলেন, নাসিরের সম্পর্কে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই ও বিশ্লেষণের কাজ চলছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডেও নেওয়া হয়েছে। তিনি ও তার সহযোগীসহ সম্ভাব্য সবাইকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া সব তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ওই বাসা থেকে নাসির ছাড়াও গ্রেফতার করা হয় তুহিন সিদ্দিকী অমিকে। এই অমির বিরুদ্ধেই পরীমনিকে কৌশলে বোট ক্লাবে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ওই বাসা থেকে আরও গ্রেফতার করা হয় লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪) নামে তিন তরণীকে। অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা ও দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।