আন্তর্জাতিক ডেস্ক : ধনী ও ব্যস্ত সেলিব্রিটিরা রেডিমেড বাচ্চা চায় : তসলিমা নাসরিন – সারোগেসির মাধ্যমে সদ্য মা হয়েছেন তারকা বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। তার মা হওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করেছে।
এ প্রসঙ্গে চিকিৎসাবিজ্ঞানের এই আধুনিক কৌশলের প্রশংসা করেও সারোগেসি নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন বিতর্কিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ঘটনাক্রমে তিনি নিজেও একজন চিকিৎসক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তসলিমা লিখেছেন, ‘সারোগেসি বিজ্ঞানের চমৎকার একটা আবিষ্কার বটে। তবে সারোগেসি তত দিন টিকে থাকবে, যত দিন সমাজে দারিদ্র্য টিকে থাকবে। দারিদ্র্য নেই তো সারোগেসি নেই। ’
তিনি আরও লেখেন, ‘দরিদ্র মেয়েদের জরায়ু টাকার বিনিময়ে ন’মাসের জন্য ভাড়া নেয় ধনীরা। ধনী মেয়েরা কিন্তু তাদের জরায়ু কাউকে ভাড়া দেবে না। কারণ গর্ভাবস্থায় জীবনের নানা ঝুঁকি থাকে, শিশুর জন্মের সময়ও থাকে ঝুঁকি। দরিদ্র না হলে কেউ এই ঝুঁকি নেয় না। ’
পোস্টে তসলিমা আরও লিখেছেন, ‘গৃহহীন স্বজনহীন কোনও শিশুকে দত্তক নেওয়ার চেয়ে সারোগেসির মাধ্যমে ধনী এবং ব্যস্ত সেলিব্রিটিরা নিজের জিনসমেত একখানা রেডিমেড শিশু চায়। মানুষের ভেতরে এই সেলফিস জিনটি, এই নার্সিসিস্টিক ইগোটি বেশ আছে। এ সবের ঊর্ধ্বে উঠতে কেউ যে পারে না তা নয়, অনেকে গর্ভবতী হতে, সন্তান জন্ম দিতে সক্ষম হলেও সন্তান জন্ম না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ’
বর্তমান পরিস্থিতিতে সারোগেসিকে শোষণের প্রতীক হিসেবে মনে করেন তসলিমা। তিনি লিখেছেন, ‘সারোগেসিকে তখন মেনে নেব যখন শুধু দরিদ্র নয়, ধনী মেয়েরাও সারোগেট মা হবে, টাকার বিনিময়ে নয়, সারোগেসিকে ভালোবেসে হবে। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।