রাজধানীর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ওভারের পর ৭ম ওভারে জিম্বাবুয়ে শিবিরে দ্বিতীয়বারের মত হানা দিল টাইগাররা।
ইনিংসের ৭ম ওভারে ক্রেইগ এরভিনকে মাত্র ১১ রানের মাথায় সাজঘরে ফেরান মুস্তাফিজুর রহমান। ৬ ওভার ৩ বলের মাথায় মুস্তাফিজের বল তুলে দেন মোসাদ্দেক হোসেনের হাতে।
এর আগে, ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারে টেইলরকে মাত্র ৬ রানের মাথায় সাজঘরের পথ দেখান তাইজুল ইসলাম। টেইলর ফিরে গেলে তিন নম্বরে মাঠে আসেন ক্রেইগ এরভিন। শেষ খবর পাওয়া পর্যন্ত সাত ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দুই উইকেটের বিনিময়ে ৫১ রান।
ভেজা মাঠ প্রস্তুত হওয়ার পর টস হয় সন্ধ্যা সাড়ে ৭টার পর। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টির কারণে ১৮ ওভারে নামে উদ্বোধনী ম্যাচটি।
রাত ৮টার দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ দল। শুরুতেই বল হাতে নিয়েছেন অধিনায়ক সাকিব। জিম্বাবুয়ের পক্ষে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন ব্র্যান্ডন টেইলর ও হ্যামিল্টন মাসাকাদজা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।