বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অ্যাপল ২০২৩ সালে তাদের আইফোন ১৫ সিরিজ বাজারে ছাড়ার ঘোষণা আগেই দিয়েছে। তবে নতুন লাইন আপে কি কি পরিবর্তন আসবে তা অনেকেই জানেন না। সম্প্রতি একটি প্রতিবেদনে কিছুটা ধারণা পাওয়া গেছে।
গত বছরের আইফোন ১৪ প্রো মডেল থেকে বড় কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার আইফোন ১৫ তে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনে রাউন্ড এজ ডিজাইন শেপ দেওয়া হয়েছে। তবে চোখে পড়েছে আইফোনের ক্যামেরা বাম্প। ক্যামেরা বাম্পটি একটু উঁচুই। পাশে একটি মিউট বাটনও রয়েছে।
শুধু এসবই নয়, আইফোন রঙ নিয়েও বেশ বড় পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। পুরো ফোনে আগের তুলনায় কম বেজেল রয়েছে। পেছনে তিনটি ক্যামেরা এবং অ্যাপল জানিয়েছে তারা নতুন সেন্সর টেকনোলজি এই মডেলে যুক্ত করা হবে।
যতটুকু তথ্যই পাওয়া গেছে, নতুন আইফোন নিয়ে অনেকেই ইতোমধ্যে উত্তেজিত হয়ে উঠেছে। বাজারে এলে এবারো যে অ্যাপল বাজিমাত করবে তা বলে দিতে হবে না।
শখের ফোন হারিয়ে বিপদে, বন্ধ থাকলেও খুঁজে পাওয়া যাবে হারানো ফোন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।