জুমবাংলা ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার এক নারী যাত্রী নিহত এবং আহত হয়েছেন তিনজন।
আজ (১৪ এপ্রিল) সকালে উপজেলার রহবলে মহাসড়কের দো-সীমানা এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, রবিবার গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ তাদের সীমানা পেরিয়ে শিবগঞ্জ এলাকায় চেকপোস্ট বসায়। একপর্যায়ে গোবিন্দগঞ্জগামী একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে পালানোর চেষ্টা করেন অটোরিকশাচালক।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোরিকশায় থাকা এক নারী নিহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান বলেন, চেকপোস্ট গোবিন্দগঞ্জ সীমানার মধ্যে বসানো হয়েছিল। কিন্তু দুর্ঘটনা ঘটেছে শিবগঞ্জ সীমানায়।
বগুড়া জোনের হাইওয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, কুন্দারহাট হাইওয়ে পুলিশের এলাকায় এসে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ অভিযান পরিচালনা করছিল। এতে দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ঘটনা তদন্তে কমিটি গঠন করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।