চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক এক কীর্তি গড়লেন তানজিদ হাসান। প্রতিপক্ষের শেষ পাঁচ ব্যাটসম্যানের সবাইকেই ক্যাচ আউট করলেন তিনি—আর তাতেই গড়ে গেল বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশের কোনো ফিল্ডারের এক ম্যাচে ৫ ক্যাচ নেওয়ার নজির নেই—বাংলাদেশের এই ওপেনারই হলেন প্রথম।

তানজিদের সঙ্গে এই রেকর্ডে আছেন আরও দুজন ফিল্ডার—মালদ্বীপের ওয়াদাগে মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাক। কাতারের দোহায় ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের বিপক্ষে ৫ ক্যাচ নিয়ে প্রথম এই রেকর্ড গড়েন মালিন্দা। আর গত সেপ্টেম্বরে আইল অব ম্যান সফরে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫ ক্যাচ নেন সাহাক।
আজ চট্টগ্রামে রেকর্ড স্পর্শের পথে তানজিদের চারটি ক্যাচ এসেছে লং অনে, প্রথমটি ব্যাকওয়ার্ড পয়েন্টে। ১৬তম ওভারের তৃতীয় বলে রিশাদ হোসেনের শিকার গ্যারেথ ডেলানির ক্যাচ দিয়ে সূচনা। এরপর মোস্তাফিজুর রহমানের ১৮তম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে মার্ক অ্যাডাইরের দুটি ক্যাচ নেন তিনি। ১৯তম ওভারে জর্জ ডকরেলকে ফেরানোর পর শেষ ওভারে বেন হোয়াইটের ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেলেন তানজিদ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক জন ফিল্ডারের ৫ ক্যাচ নেওয়ার ঘটনা এখন পর্যন্ত ঘটেছে মাত্র তিনবার—২০২৩ সালে কাতারের দোহায় মালিন্দা, ২০২৫ সালে আইল অব ম্যানের বিপক্ষে সাহাক এবং আজ ২০২৫ সালে চট্টগ্রামে তানজিদ।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে এর আগে কোনো ফিল্ডারই তিনটির বেশি ক্যাচ নিতে পারেননি। তিন সংস্করণ মিলিয়ে ইনিংসে ৫ ক্যাচ নেওয়া দ্বিতীয় বাংলাদেশি ফিল্ডার এখন তানজিদ। এর আগে ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে একই কীর্তি গড়েছিলেন ইমরুল কায়েস।
উইকেটকিপার ব্যতীত আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডও ৫—এই সংখ্যায় নাম লিখিয়েছেন ২১ জন ফিল্ডার। এদের মধ্যে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ দুটি ভিন্ন টেস্ট ইনিংসে পাঁচটি করে ক্যাচ নিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



